প্রকাশ: ৭ নভেম্বর, ২০২২ ৫:৪০ : অপরাহ্ণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৯ বয়সী এক বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মাহফুজকে (৩০) সোমবার ভোরে আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া) রিজওয়ান সাঈদ জিকু সোমবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ১০ অক্টোবর রাতে মাহফুজসহ তার কয়েকজন সহযোগী গোলাকান্দাইল এলাকায় এক বৃদ্ধার ভাড়া বাসায় প্রবেশ করে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল।
র্যাব আরও জানায়, মামলার ভিত্তিতে সোমবার ভোরে র্যাবের একটি অভিযানিক দল আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মিছির আলীর ছেলে মাহফুজকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।গ্রেফতারকৃত মাহফুজকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।