চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ জেলায় ১০০ সেতু উদ্বোধনের ফলে জীবন-জীবিকা সহজ হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৭ নভেম্বর, ২০২২ ১২:২৮ : অপরাহ্ণ

দেশের বিভিন্ন বিভাগে নির্মিত ১০০টি সড়ক সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, এসব সেতু উদ্বোধনের ফলে উন্নয়ন এবং মানুষের জীবন-জীবিকা সহজ হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে ১০০ সেতু উদ্বোধনের রেকর্ড নেই। এমন ইতিহাসে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে।

তিনি আরও বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বাংলাদেশকে উন্নয়নের জন্য রূপকল্প ২০২১ ঘোষণা দিয়েছিলাম। যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল।

সরকার প্রধান বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ করেছি। পার্বত্য চট্টগ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিল না, সেখানে সেটা করে দিয়েছি। এর জন্য বিভিন্ন জেলা যুক্ত করে আজ একসাথে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি।

উল্লেখ্য, সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।

Print Friendly and PDF