চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন অবশ্যই তাদের বিচার বাংলার মাটিতে হবে’

প্রকাশ: ৭ নভেম্বর, ২০২২ ২:৩৯ : অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযোদ্ধাদের কারণে-অকারণে যারা হত্যা করেছেন তাদেরও বিচার বাংলার মাটিতে হবে। সেই বিচারটি আমরা বাংলার মাটিতে দেখতে পাব।

তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের মনের দাবি ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দাবিটি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচার করিয়েও দেখিয়ে দিয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ আয়োজিত ‘৭ নভেম্বর : মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের প্রতিবাদ সভা’য় তিনি এসব কথা বলেন।

Print Friendly and PDF