চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ রাজনীতিতে আপত্তি নেই, মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই : প্রধানমন্ত্রী

প্রকাশ: ৬ নভেম্বর, ২০২২ ৩:৪৬ : অপরাহ্ণ

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা সুস্থ রাজনীতি করলে কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই। এটা সহ্য করা যায় না। এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না।

বোববার (৬ নভেম্বর) ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি দেশবাসীকে অগ্নিসংযোগের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দল, মত নির্বিশেষে সাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এদেশের প্রত্যেক মানুষের সুস্থ, স্বাভাবিকভাবে বাঁচার অধিকার রয়েছে। আর তাদের নিরাপদে রাখার দায়িত্ব আমাদের।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের কারণে দেশের প্রায় ৫০০ মানুষ আগুনে পুড়েছে। সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছে। আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি।

Print Friendly and PDF