চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলে দেয়া হলো টঙ্গী উড়াল সেতুর একাংশ

প্রকাশ: ৬ নভেম্বর, ২০২২ ১২:৪৬ : অপরাহ্ণ

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়াল সড়ক এবং টঙ্গী সেতুর একাংশ খুলে দেয়া হয়েছে । এছাড়া আগামী বছর জুনের প্রথম সপ্তাহে বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরইমধ্যে এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার (৬ই নভেম্বর) সকালে টঙ্গী ফ্লাইওভারের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশের ঢাকামুখি দুইটি লেনের উদ্বোধন অনুষ্ঠানে এসব জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছরের শেষে নির্বাচন হওয়ার কথা থাকায় আপাতত নতুন কোনো প্রকল্প হাতে নেবে না সরকার।

বিআরটি সূত্রে জানাগেছে, ২০ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের সাড়ে চার কিলোমিটার থাকবে উড়াল সড়কে। বাকি ১৬ কিলোমিটার বিআরটি লেন মাটির সমতলে নির্মিত হচ্ছে। মাঝে রয়েছে ১৭৫ মিটার দীর্ঘ ১০ লেনের টঙ্গী সেতু।  পুরো প্রকল্পের কাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

আজ  থেকে চালু হওয়া ফ্লাইওভার ও সেতুর দুইলেন টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন ব্যবহার করবে। টঙ্গী সেতুর ঢাকামুখী পুরনো সেতু অপসারণ এবং সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। ঢাকা থেকে টঙ্গীমুখী যানবাহনকে পুরনো সেতু ব্যবহার করতে হবে।

Print Friendly and PDF