প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ২:৪৪ : অপরাহ্ণ
সংবিধানে রাষ্ট্র ধর্ম বাদ ও ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে আমাদের অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আর্টিকেল ৭০ অনুযায়ী সংসদ সদস্যদের কারও না কারও কাছে দায়বদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি দ্রুত শেষ হবে এরপর ৯৬ এর ২ অনুচ্ছেদ রাখা না রাখা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠানো হবে; যদি বাড়াবাড়ি করেন তাহলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। আর যদি না করেন তাহলে এখন যে অবস্থায় আছেন তেমনই থাকবে।
এছাড়াও তারেকের সাজা বাড়ানোর বিষয়ে উচ্চ আদালতেই রায়েই দেখতে পাবেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।