চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি দুবাই থেকে টাকা এনে জনসমাগম করছে : কাদের

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ৩:০৯ : অপরাহ্ণ

বিএনপি দুবাই থেকে টাকা এনে লোক ভাড়া করে জনসমাগম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বীকার করছি জনসমাবেশের সামনে কিছু লোক হয়। বাকি লোক টাকা দিয়ে ভাড়া করে আনা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব আমার প্রতি গোস্বা করেছেন। কারণ আমি বলেছি, দুবাই থেকে রাশি রাশি অর্থ আসছে। সে অর্থ এখন আকাশে উড়ে, বাতাসে উড়ে, রংপুরে উড়ে, ঢাকার বাতাসে উড়ে, এখন সে টাকা উড়ে বরিশালে গেছে।

বরিশালে চারদিন ধরে সমাবেশ করছেন। রংপুরে দেখিছি বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। এটা তো শেখ হাসিনা স্বীকার করছেন। আমরাও স্বীকার করি। এ সংকট মোকাবেলায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।

Print Friendly and PDF