চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির অতীত কাজের জন্য বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে: নানক

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ১১:৩৭ : পূর্বাহ্ণ

বিএনপির অতীত কাজের জন্য বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে: নানক

আওয়ামী লীগ কারও আন্দোলনে বাধা দিচ্ছে না, তবে বিএনপির অতীত কাজের জন্য বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বর যুবলীগের সমাবেশ ঘিরে মাঠ পরিদর্শনে যান নানক। এসময় তিনি বলেন, বিএনপিকে আন্দোলন সংগ্রামে স্বাগতম, তবে আন্দোলনের নামে লাঠি নিয়ে আসা যাবে না।

বিএনপি শিষ্টাচারের রাজনীতি বোঝে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। এসময় দলটির কেন্দ্রীয় নেতা মির্জা আজমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

Print Friendly and PDF