চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালকের কামড়ে সাপের মৃত্যু!

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ২:২৬ : অপরাহ্ণ

আট বছরের বালককে কামড় দিয়েছিল বিষধর সাপ কোবরা। সাপটিকে পাল্টা কামড় দিয়ে বসে সেই ছেলে। এতেই মারা যায় বিষধর সাপটি। ঘটনাটি ভারতের ছত্তিশগড় রাজ্যের জশপুর জেলার পান্দ্রপথ গ্রামের।

ভুক্তভোগীর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, দীপক নামের ওই আট বছরের বালক তার বাড়ির পেছনে খেলছিল। এ সময় তার হাতে একটি বিষধর কোবরা সাপ জড়িয়ে যায়। কামড়ও দেয় সাপটি। এ সময় হাত থেকে সাপটি ছাড়ানোর চেষ্টা করে দীপক। কিন্তু কিছুতেই ছাড়াতে পারছিল না। তারপর ওই কোবরাকে কামড়ে দেয় দীপক। এতেই মারা যায় বিষধর সাপ কোবরা।

দীপক বলে, ‘ওই সময় আমার প্রচণ্ড ব্যথা করছিল। সাপটিকে ছাড়াতে পারছিলাম না। চেষ্টা করেও ছাড়াতে না পেরে আমি সাপটিকে দুবার কামড় দেয়। খুব দ্রুত এসব ঘটেছে। ’

এই ঘটনার পর ওই বালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরে দীপক।

ওই হাসপাতালের চিকিৎসক জেমস মিঞ্জ বলেন, ‘ছেলেটিকে সাপে কাটার ওষুধ দেওয়া হয়েছিল। একদিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ’

ভারতে প্রায় ৩০০ প্রজাতির সাপের দেখা মিলে। এর মধ্যে ৬০ প্রজাতির সাপ বিষধর।

২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত  অর্থাৎ ১৯ বছরে সাপের কামড়ে ভারতে ১২ লাখ লোক প্রাণ হারিয়েছেন। এসব মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী রাসেল ভাইপার, ক্রেট ও কোবরা প্রজাতির সাপ।

Print Friendly and PDF