চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গাইবান্ধা উপনির্বাচনে বন্ধ হওয়া ৯৪ কেন্দ্রের বিষয় ফের তদন্তের নির্দেশ’

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ৩:৪২ : অপরাহ্ণ

‘গাইবান্ধা উপনির্বাচনে বন্ধ হওয়া কেন্দ্রের বিষয় ফের তদন্তের নির্দেশ’

গাইবান্ধা উপনির্বাচনে বন্ধ হওয়া ৯৪ কেন্দ্রের বিষয়ে আবারও তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাত কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। এরপর প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন সিইসি। শনিবার (৫ নভেম্বর) এ কথা জানিয়েছেন সিইসি।

এর আগে গত ১২ অক্টোবর দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুরো ভোট বন্ধ ঘোষণা করেন। এরপরই আলোচনায় আসেন নির্বাচন কমিশন।

গাইবান্ধা-৫ এর উপনির্বাচন বন্ধ করার পর এর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয় নানা মহলে। আবার প্রশ্নও উঠে। তবে নির্বাচন কমিশন জানায়, ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ ছিল না বলে বন্ধ হয়েছিল ভোটগ্রহণ। আরপিওর ক্ষমতাবলে ইসি ভোট বন্ধ করেছে বলে জানায়।

এরপর ইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে বন্ধ করা ভোটগ্রহণ। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও বলা হয়।

 

 

Print Friendly and PDF