চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে নালিশ জানাবে বিসিবি

প্রকাশ: ৩ নভেম্বর, ২০২২ ১১:৪৩ : পূর্বাহ্ণ

অ্যাডিলেড ওভালেও মিটানো গেল না আক্ষেপ। উল্টো ভারতের বিপক্ষে ৫ রানের হারে লম্বা হয়েছে হতাশার গল্প। ভারতের ১৮৫ রানের লক্ষ্যে দারুণ শুরুর পর প্রথমে বৃষ্টি থামায় বাংলাদেশকে। এরপর বৃষ্টি আইনে রান কমলে তা তাড়া করতে গিয়ে রোমাঞ্চ জাগিয়ে সাকিবের দল হারে ৫ রানে।

তার আগেই অবশ্য ৫ রান যোগ হতে পারত টাইগারদের স্কোরবোর্ডে। আর তা হলে হয়ত জিতে যেত বাংলাদেশ। মিলে যেত টাইগারদের সেমির সমীকরণ। তবে শেষ পর্যন্ত ন্যায় ৫ রান পায়নি বাংলাদেশ। এমন দাবি ক্রিকেট সমর্থকদের মতো বিসিবিরও। যে কারণে আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে দুটি অভিযোগ জানাবে বিসিবি।

এছাড়াও আউট ফিল্ড ভেজা থাকার পরও তড়িঘড়ি করে মাঠে নামানো হয়েছিল বাংলাদেশকে। তার আগে বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বিশ্বাস বাংলাদেশ দলের। তৎক্ষণাৎ আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ আমলে নেইনি মাঠের আম্পায়াররা। যে কারণে পেনাল্টি ৫ রান যোগ হয়নি স্কোর বোর্ডে। এই দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মানুষ মাত্রই ভুল হয়। ’

এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কি না দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি। ’

গতকাল অ্যাডিলেডে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি। ’

৬ নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই অবশ্য সেমি চূড়ান্ত হয়ে যাবে এ গ্রুপের।

Print Friendly and PDF