চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে টিকটকারদের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ৭

প্রকাশ: ৩ নভেম্বর, ২০২২ ১:৫৩ : অপরাহ্ণ

টিকটকার দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে টিকটকার শান্তর আমন্ত্রণে ধামরাইয়ে পুল পার্টি করতে যায় গ্রেফতারকৃতরা। পরে ফেরার পথে বাসেই জুনিয়র টিকটকারদের গ্রুপ গাজা সেবন করে।

এ সময়, বাসের এক নারী যাত্রী তাদের বাধা দিতে বললে নিহত রাব্বি ছোটো ভাইদের এসব করতে নিষেধ করেন। কিন্তু তার কথা না শুনে উল্টো সেই নারীকেই উত্যক্ত করলে শুরু হয় হাতাহাতি-মারামারি। এক পর্যায়ে রাব্বির ছুরি ছিনিয়ে নিয়ে তাকেই আঘাত করে পালিয়ে যায় ফারুকসহ জুনিয়রদের গ্রুপটি। হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, মান্দায় দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুধু কিশোর নয় বয়স্করাও জড়িত ছিল বলে জানান তিনি।

Print Friendly and PDF