প্রকাশ: ২ নভেম্বর, ২০২২ ৫:১৩ : অপরাহ্ণ
রাজধানীর আসাদগেটে পিকনিক বাসে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সঙ্গী আহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধুরা জানান, ওই সময় আসাদগেটে অপরিচিত কয়েকজন লোক হঠাৎ তাদের বাসে উঠেন। তাৎক্ষণিক দুজনকে ছুরিকাঘাত করেন তারা। এতে গুরুতর আহত হন উভয়ই। এ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।
তারা জানান, রাত ১টার দিকে রাব্বীর (২৫) মৃত্যু হয়। শেরেবাংলা নগর থানার পরিদর্শক শাজাহান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
লালবাগের শহীদনগর এলাকায় থাকতেন রাব্বী। সেখানে ফ্লেক্সিলোডের দোকান চালাতেন তিনি। আহত তরুণের নাম শাওন। তিনি পেশায় অটোরিকশাচালক।
পরিদর্শক শাজাহান মণ্ডল বলেন, রাজধানীর লালবাগের একদল তরুণ দুটি বাস ভাড়া করে ওই দিন সকালে পিকনিক করতে ধামরাইয়ের একটি পার্কে যান। তাদের সঙ্গে কয়েকজন তরুণীও ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে গাবতলীতে পৌঁছলে বাসের মধ্যে কয়েকজন ধূমপান এবং মেয়েদের উত্ত্যক্ত করছিলেন।
তিনি বলেন, সেসময় প্রতিবাদ করেন রাব্বী। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসটি আসাদগেইট এলাকায় সিগন্যালে পড়ে। ওই সময় ৩/৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। প্রতিরোধ করতে গেলে শাওনকেও ছুরি মারেন তারা। পরে দ্রুত বাস থেকে নেমে চলে যান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, বাসে রাব্বীর সঙ্গে ঝগড়ায় জড়িত যুবকদের একজনের নাম ফারুক। মোবাইল ফোন করে সেই ঘটনা কাউকে বলেন তিনি। এরপর রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন বাসে উঠে রাব্বী ও শাওনকে ছুরিকাঘাত করেন।
তিনি জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।