চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিসি ক্যামেরা ব্যবহারে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ফিরেছে: সিইসি

প্রকাশ: ২ নভেম্বর, ২০২২ ১:২৫ : অপরাহ্ণ

অস্ত্র ও পেশি শক্তি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর প্রয়োজন পড়তে পারে: সিইসি

গাইবান্ধার ৫ আসনের উপনির্বাচনে ভোট বাতিলের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

বুধবার (২ নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান। এসময়, নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলেও জানান তিনি।

এদিকে আজ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচন চলছে।সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১ নভেম্বর) মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ৩ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

Print Friendly and PDF