চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির রাজনীতি মুচলেকা দিয়ে পালানোর: ওবায়দুল কাদের

প্রকাশ: ২ নভেম্বর, ২০২২ ১:৫৭ : অপরাহ্ণ

বিএনপির রাজনীতি মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর বনানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, ’৭৫ এর আগস্ট আর ২১ আগস্ট গ্রেনেড হামলাই প্রমাণ করে কারা প্রতিহিংসার রাজনীতি করে। বিএনপি যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, আওয়ামী লীগ তখন দেশের ও জনগণের স্বার্থে বিএনপিকে উদারতা দেখিয়েছে।

খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাসায় থাকার ব্যবস্থা করাও আওয়ামী লীগের উদারতা বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

Print Friendly and PDF