চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে: ওবায়দুল কাদের

প্রকাশ: ১ নভেম্বর, ২০২২ ৩:২১ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত হয়ে বিএনপির মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতাবিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না।

সোমবার কেন্দ্রীয় শহিদ মিনারে জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি। খালেদা জিয়ার জন্য একটা মিছিলও তারা করতে পারেনি। এখন নাকি আন্দোলনে নামবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।

তিনি আরো বলেন, ফখরুল সাহেবদের এই আন্দোলনের নাটাই কোথায় তা আমরা জানি। ১০ ডিসেম্বর সরকার পতন করে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনোই বাস্তব হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।

Print Friendly and PDF