চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরানের লংমার্চ কভার করতে গিয়ে কন্টেইনারচাপায় সাংবাদিকের মৃত্যু

প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২ ১১:৩৪ : পূর্বাহ্ণ

ইমরানের লংমার্চ কভার করতে গিয়ে কন্টেইনারচাপায় সাংবাদিকের মৃত্যু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লংমার্চ কভার করতে গিয়ে কন্টেইনারচাপায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। আগাম নির্বাচনের দাবিতে এই লংমার্চ করছে ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত এই লংমার্চ করছে পিটিআই। শুক্রবার এই লংমার্চ শুরু হয়। ওই লংমার্চেই রোববার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।

নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। তিনি চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। সাদাফের মৃত্যুর পর এক টুইট বার্তায় ইমরান লিখেছেন, আমাদের লংমার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের রিপোর্টার সাদাফ নাইমের মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত।

এ ঘটনার পর দলীয় কর্মসূচি স্থগিতের কথাও লিখেছেন ইমরান খান। ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইমরান খানের সাক্ষাৎকার নিতে তার ট্রাকে ওঠার চেষ্টা করছিলেন সাদাফ। তবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে তার মাথার ওপর দিকে চাকা চলে যায়।

Print Friendly and PDF