প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২ ১১:৫৮ : পূর্বাহ্ণ
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিং এর একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব-১০।
রোববার (৩০ অক্টোবর) রাতে চালানো এ অভিযানে ৫০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও ২০ লক্ষ্য টাকা মূল্যের প্রিন্টিং মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কারখানা মালিক ও কর্মচারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।