চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপি যতই লাফালাফি করুক তাদের সঙ্গে জনগণ নেই’

প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২ ৫:৫৪ : অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যতই লাফালাফি করুক তাদের সঙ্গে জনগণ নেই।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষ আছে। তাই দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে চললে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারবো।

তিনি আরও বলেন, কেউ যদি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলবো।’

কামাল বলেন, রাশিয়ার ইউক্রেনে যুদ্ধের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আশা করি আগামী ডিসেম্বর মাসে এ সংকট চলে যাবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এর সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলন উদ্বোধন করেন।

এদিকে সম্মেলনে নেতাকর্মীদের ঢল নেমেছে, বাণিজ্য মেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন এ সম্মেলনে।

দলের কর্মীরিা ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মিছিল নিয়ে, ঢাকঢোল বাজিয়ে সম্মেলনস্থলে আসেন।

সম্মেলনস্থলে উপজেলাভিত্তিক অবস্থানের ব্যবস্থা করা হয়। নেতাদের নাম ও সংসদীয় আসন অনুযায়ী টিশার্ট ও ক্যাপ পরে অবস্থান নেন নেতাকর্মীরা। দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলার সম্মেলন দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হওয়ায় কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।

Print Friendly and PDF