চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নোয়াখালীতে থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২ ১২:৫১ : অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উজেলা থেকে ১ টি ওয়ান শুটারগান সহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মো.হারুনুর রশিদ (৪৪)। সে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত আলী হায়দার চৌধুরীর ছেলে

গতকাল শুক্রবার রাতে উপজেলার আমানউল্ল্যাহপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গ্রেফতারকৃত আসামী এলাকায় দাঙ্গা হাঙ্গামা মারামারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly and PDF