চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২ ১:৩৭ : অপরাহ্ণ

বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত। এবার ভোগ্যপণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়াল দেশটি। চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকবে। শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে চিনি রপ্তানি নিষিদ্ধ করে ভারত। চলতি মাসের শেষ পর্যন্ত তা বহাল ছিল। মূলত, অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যটির দামে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেয় তারা।

এর আগে রেকর্ড চিনি রপ্তানি হয়। এতে ভারতজুড়ে ভোগ্যপণ্যটির মূল্য বেড়ে যায়।

চলতি বছর ভারতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। এমনটি হলে ৮ মিলিয়ন টন ভোগ্যপণ্যটি রপ্তানির অনুমতি দিতে পারে তারা। চলতি মাসে সরকার ও শিল্প কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

Print Friendly and PDF