প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২ ১১:১৫ : পূর্বাহ্ণ
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত পর্যায়ে নিতে আগ্রহী জাপান। নভেম্বরে প্রধানমন্ত্রীর জাপান সফরে সেটির যাত্রা শুরু করতে চায় উভয় দেশ।
সেই ইস্যুতে আলোচনা করতেই বুধবার (২৬ অক্টোবর) রাতে ঢাকা পৌঁছেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব ও পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক আরিমা ইয়োতাকার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরে বাংলাদেশের পক্ষ থেকে ২০২৬ সালের পরও কমপক্ষে আরও পাঁচ বছর পণ্যের শুল্কমুক্ত সুবিধা, শিল্পখাত আধুনিকায়ন, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা চাওয়া হবে।
ইতিমধ্যে বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আগ্রহ জানিয়েছে জাপান।