চট্টগ্রাম, বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আ. লীগের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে সম্মেলনের তারিখ

প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২ ১১:২১ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সম্মেলন

বিদ্যুৎ ঘাটতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২৮ অক্টোবর হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা।

আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলছেন, সাম্প্রতিক ইস্যুর পাশাপাশি বৈঠকে ঠিক করা হতে পারে দলের আগামী জাতীয় কাউন্সিলের দিনক্ষণ। ডিসেম্বরের শেষে হয়তো ২৩-২৪ তারিখেই আমাদের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

তবে খরচ কমাতে এবারের সম্মেলনে থাকছেনা বাড়তি কোন আয়োজন। থাকবে না আড়ম্বর পূর্ণ পরিবেশ। সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বর্ণাঢ্য কিছু আমরা চিন্তা করছি না।

এবারের সম্মেলনের মাধ্যমেই আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হবে বলেও মনে করেন শীর্ষ নেতারা।

Print Friendly and PDF