চট্টগ্রাম, শনিবার, ১ এপ্রিল ২০২৩ , ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নিলামে মায়ের প্রিয় ১৪টি ঘোড়া বিক্রি করলেন রাজা চার্লস

প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২ ১১:৩১ : পূর্বাহ্ণ

নিলামে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় ১৪টি ঘোড়া বিক্রি করে দিলেন রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের রাজা হওয়ার পর গত সোমবার নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে মায়ের প্রিয় ওই ঘোড়াগুলিকে বিক্রি করেন রাজা।

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের কথা জানত গোটা বিশ্ব। রাজ-আস্তাবলের ঘোড়াগুলি অংশ নিত নানা ঘোড়দৌড়ে।

নিয়ম করে এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। যদিও শারীরিক অসুস্থতার কারণে গত জুনে ডার্বিতে হাজির থাকতে পারেনি তিনি। উইনসর প্রাসাদে বসে টিভিতে দেখেন ঘোড়দৌড়। রানির প্রতিনিধি হিসাবে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বোন রাজকুমারী অ্যান। যিনি নিজেও একজনত ঘোড়াপ্রেমী।

ঘোড়া বিক্রির বিষয়ে টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ দাবি করেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছরই রাজপরিবার কিছু ঘোড়া বিক্রি করে থাকে।

তিনি বলেন, ‘রাজপরিবারের আস্তাবলে অনেকগুলি ঘোড়া শাবক ছিল। এতগুলি ঘোড়া সেখানে রাখা সম্ভব নয় বলে ১৪টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ‘

সূত্র : বিবিসি

Print Friendly and PDF