প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২ ১:০৭ : অপরাহ্ণ
সিত্রাং এর আঘাতের পর গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে রাজধানীতে। ফলে বৃষ্টি মাথায় নিয়েই অফিসগামী মানুষরা গন্তব্যস্থলে ছুটছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম। তাতে ভোগান্তি বেড়েছে। ২০-৩০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে কাঙ্ক্ষিত গাড়ির জন্য।
অন্যদিকে, বিভিন্ন সড়কে পড়ে থাকা গাছও সকালে সরিয়ে ফেলছে সিটি করপোরেশনের কর্মীরা। মূল সড়ক থেকে নেমে গেছে জমে থাকা পানি। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে নগরবাসী।