প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২ ৪:৩১ : অপরাহ্ণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজারডুবির ঘটনা ঘটেছে। এতে আট শ্রমিক নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, নিখোঁজদের উদ্ধারে সাগরে ডুবুরি ও ফায়ার সার্ভিস দল কাজ শুরু করেছে।