চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে ইভিএমের ব্যবহার চান সাবেক তিন সিইসি

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২ ৫:১৯ : অপরাহ্ণ

জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চান সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার। গাইবান্ধা নির্বাচন বন্ধ করে, ইসি আইনের সঠিক প্রয়োগ করেছে বলেও মনে করেন তারা।

বুধবার (১৯ অক্টোবর) সকালে আগামী নির্বাচন সামনে রেখে সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে কমিশনের বৈঠক হয়।

এ সময় সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, আইনে ইসির যে ক্ষমতা দেয়া আছে, অতীতে কোনো কমিশন এর প্রয়োগ করলে, দেশের নির্বাচন ব্যবস্থা এতো খারাপের দিকে যেতো না।

নির্বাচন ভবনে বৈঠকে সাবেক তিন সিইসিসহ অন্তত ১২ জন অংশ নিয়েছেন। তারা হলেন- সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান।
সিইসির সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত রয়েছেন।

 

Print Friendly and PDF