প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২ ১১:৩৫ : পূর্বাহ্ণ
মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শেখ রাসেল ছিল মেধাবী ও সম্ভাবনাময়। তাকে হত্যার মাধ্যমে ঘাতকচক্র অনেক সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছে। বঙ্গবন্ধুসহ পরিবারের সবাই রাসেলকে খুব ভালোবাসতেন। আমাদের সবাইকে রাসেলের জন্য ভালোবাসা সব শিশুর মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, শহিদ শেখ রাসেল বাঙালি জাতির স্বপ্ন, নির্মলতা ও প্রাণোচ্ছলতার প্রতীক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা রাসেলের সঙ্গে সঙ্গে জাতির অনেক স্বপ্নকে নির্মমভাবে হত্যা করেছে। আজ দেশের দিকদিগন্তে লাখো রাসেল জন্ম নিয়েছে। আমরা তাদের নিরাপত্তার জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম প্রমুখ।