প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২ ১০:৪৭ : পূর্বাহ্ণ
ইউরোপের এই দেশটির গ্রাম্য অঞ্চলে রয়েছে বিরল একটি রীতি। সেই প্রথা অনুযায়ী কোনো নারীকে যদি কোনো পুরুষের মনে ধরে তবে দুই জনকে প্রথমে নাচতে হবে। তারপর যদি সংশ্লিষ্ট রমণীর সম্মতি থাকে তবে তিনি এক টুকরো আপেল নিজের বাহুমূলের ঘামে ভিজিয়ে খেতে দেবেন পাণিগ্রাহী পুরুষটিকে। সেই ঘর্মমিশ্রিত আপেলের টুকরো খেলে তবেই গৃহীত হবে বিয়ে করতে চাওয়া পুরুষের আবেদন।
শুধু অস্ট্রিয়া নয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে এমন হরেক রকমের প্রথা। ব্রাজিলের মেহিনাকু নামের একটি গ্রামেও রয়েছে বিচিত্র এক রীতি। সেই প্রথায় কোনো নারীকে বিয়ে করতে চাইলে, তাকে মাছ উপহার দিতে হয় পুরুষদের। যে পুরুষ সবচেয়ে বড় মাছ ধরে এনে উপহার দেবেন তাকেই বিয়ে করবেন রমণী।
সূত্র: আনন্দবাজার