চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় উপনির্বাচন: সাবেক নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে সিইসি

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২ ১২:১১ : অপরাহ্ণ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধের পর পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ে সাবেক সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কশিমনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ সভা শুরু হয়।

এতে সাবেক তিন সিইসিসহ অন্তত ১২ জন অংশ নিয়েছেন। তারা হলেন সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান।

সিইসির সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত রয়েছেন।

বর্তমান কমিশন কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন করেছে। সেগুলোতে ইভিএমে ভোট হয়েছে। সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন শুরু হয়। তবে সিসি ক্যামেরায় অনিয়মের অভিযোগে ভোটের মাঝ পথে তা বন্ধ করে ইসি। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।

বর্তমান কমিশন কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন করেছে। সেগুলোতে ইভিএমে ভোট হয়েছে। সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন শুরু হয়। তবে সিসি ক্যামেরায় অনিয়মের অভিযোগে ভোটের মাঝ পথে তা বন্ধ করে ইসি। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।

Print Friendly and PDF