চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলরা এখনো বঙ্গবন্ধুর পরিবারের বিপক্ষেই চক্রান্ত করে যাচ্ছেন: নৌ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২ ৩:১৬ : অপরাহ্ণ

মির্জা ফখরুলরা এখনো বঙ্গবন্ধুর পরিবারের বিপক্ষেই যত চক্রান্ত করে যাচ্ছেন। কেননা এই পরিবারটি আছে বলেই বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে এগিয়ে চলেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিআইডব্লিউটিসিতে শেখ রাসেলের জন্মদিনের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সভায় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে যারা সমর্থন করেছিল তারা বাংলাদেশকে কিছুই দিতে পারেনি বরং দেশকে রসাতলে নিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যতই এগিয়েছে এই চক্র ততই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ চালু করেছে। এই ঘাতকরা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। শেখ রাসেল আজকে সারা পৃথিবীর শিশুদের প্রতীক হয়ে উঠেছে বলেও জানান তিনি।

রাজধানীর বাংলামোটরে বিআইডাব্লিউটিসির কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় অংশ নেন নৌ প্রতিমন্ত্রী, নৌ মন্ত্রণালয় ও বিআইডাব্লিটিসি’র কর্মকর্তারা।

Print Friendly and PDF