চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি রাজনীতির বিষফোঁড়া: কাদের

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২ ১০:৫৪ : পূর্বাহ্ণ

বিএনপি এদেশের রাজনীতির জন্য বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যার দিক নির্দেশনা দিয়েছিল তাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি।

অভিযোগ করেন, ৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিক নির্দেশনা যারা দিয়েছে, তাদের উত্তরাধিকারী দলটি।  সকাল ৯টার দিকে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও দলের প্রসিডিয়াম সদস্য শাজাহান খানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে দলের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সাধারণ জনগনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Print Friendly and PDF