চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আবার অস্থির পেঁয়াজের বাজার

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২ ১১:১০ : পূর্বাহ্ণ

হঠাৎ করেই আবার অস্থির পেঁয়াজের বাজার। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সব আড়তে বস্তায় বস্তায় পেঁয়াজ থাকলেও দাম ঊর্ধ্বমুখী। গত কয়েকদিনে কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

আমদানিকারকদের দাবি, পূজায় স্থলবন্দর বন্ধ থাকায় চাহিদার তুলনায় আমদানি কম ছিল বলেই এ পরিস্থিতি। তবে সরবরাহ এখন স্বাভাবিক বলে জানিয়েছেন তারা।

এক সপ্তাহের ব্যবধানে ৩৫ টাকার ভারতীয় পেঁয়াজের দাম এখন ৪৫ টাকা। মৌসুম শেষ হওয়ায় দেশি পেঁয়াজের দামও বাড়তি। পাইকারিতে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪২ টাকায়।

এদিকে, পাইকারিতে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে।

Print Friendly and PDF