চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি : মমতাজ

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২ ৫:১৪ : অপরাহ্ণ

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, কণ্ঠশিল্পী মমতাজ বেগম বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। প্রায়ই ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এসব নিয়ে নানা রকম পোস্ট করেন তিনি। গতকাল সোমবার একটি পোস্ট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন এই গায়িকা।

এতে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।

এর আগে, বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বড় ছেলে রণ’র বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে বাংলা গানের এই পপ সম্রাজ্ঞী একটি পোস্ট করেন। যদিও আসিফ আকবরের নাম উল্লেখ করেননি তিনি।

ওই পোস্টে মমতাজ লেখেন, ‘হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম। ‘ সেই সঙ্গে কান্নার ইমোজিও জুড়িয়ে দেন এই গায়িকা।

মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লেখেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত। ‘

Print Friendly and PDF