চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্য সচিবের বাধ্যতামূলক অবসর: আসল ঘটনা জানেন না তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২ ১:৫৭ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার  বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসল ঘটনা আমি জানি না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয় জানবে। ’

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটাকে স্বাভাবিক প্রক্রিয়া মনে করছি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ারে তাকে নির্দিষ্ট সময়ের চেয়ে একবছর আগে কেন অবসর দেওয়া হলো সেটার সঠিক জবাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছেই আছে।

তবে মন্ত্রণালয়ে কাজের সময় সচিবের কোনো গাফিলতি ছিল না বলে জানান হাছান মাহমুদ।

Print Friendly and PDF