প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২ ৫:২১ : অপরাহ্ণ
অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে উৎস জামান।
গত কয়েকদিন ধরে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয় এই অভিনেতাকে।
মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসার শনাক্ত হয় তার। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ খ্যাতি রয়েছে অভিনেতা মাসুম আজিজের। ১৯৮৫ সালে টিভি নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর চার শতাধিক নাটকে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।
‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া সরকারি অনুদানে নির্মিত ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে।
শিল্পকলার বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে একুশে পদক লাভ করেন তিনি।