চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার

প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২ ২:৫০ : অপরাহ্ণ

নিউজ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম।

সময় টিভির ইউটিউব চ্যানেলে গেলে দেখা যায়, হ্যাকাররা একটি ভিডিও আপলোড করে রেখেছে, যেখানে ৩৩’শ ইথেরিয়াম দাবি করা হয়েছে।
বাংলাভিশনকে সালাউদ্দিন সেলিম বলেন, সময় টিভির ইউটিউব চ্যানেল একঘন্টা আগে সাইবার হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কারিগরি কাজ চলছে, এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে।
তিনি বলেন, চ্যানেলের নাম পরিবর্তন সহ অন্যান্য কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সময় টিম।

Print Friendly and PDF