প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২ ১০:৫৩ : পূর্বাহ্ণ
সরকারের কোনো পলিসি বা নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিতে পারবে না বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ ১১ পাতার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
হাইকোর্ট কী কী নির্দেশ দেবে সেটা সংবিধানের ১০২(২) অনুচ্ছেদে পরিস্কার করে বলা আছে। কিন্তু সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে হাইকোর্টকে এখতিয়ার দেয়া হয়নি।
একইসঙ্গে কাকে প্রমোশন দেবে না দেবে সেটাও সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। এসব ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দেয়ার এখতিয়ার রাখে না।
ঢাকা, কুমিল্লা, শেরপুর, জামালপুর ও গোপালগঞ্জসহ একাধিক পৌরসভার মূল্যায়নকারীরা তাদের প্রমোশনের না পাওয়ার কথা বলে হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয় পৌরসভার মূল্যায়নকারী ৫ বছর চাকরি করার পর চিফ মূল্যায়নকারী হবে। কিন্তু করা হয়নি কারণ অর্গানোগ্রামে তা নেই। ৯ মে ২০১৮ হাইকোর্ট তাদের প্রমোশন দিতে রায় দেন। সেই রায়ই সংশোধন করে এ রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।