চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের তেলিপাড়ায় বাসচাপায় ৪ জন নিহত

প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২ ১১:০৫ : পূর্বাহ্ণ

গাজীপুরের তেলিপাড়ায় বাস চাপায় প্রাণ গেছে ৪ জনের। আহত হয়েছেন একজন পথচারী। শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে আসা বসুমতি পরিবহনের একটি বাস মাছবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

Print Friendly and PDF