প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২ ৪:১৭ : অপরাহ্ণ
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মীরাক্কেল খ্যাত অভিনেতা আবু হেনা রনি। দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখায় তাকে ধন্যবাদ জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে রনির সঙ্গে দেখা করেন তিনি।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জিএমপির বর্ষপূর্তির অনুষ্ঠানে বিস্ফোরণে দগ্ধ হন জনপ্রিয় অভিনেতা রনি, পুলিশ সদস্যসহ পাঁচজন। ওই রাতেই রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে শ্বাসনালিসহ রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়।
ঘটনার এক মাস পর শনিবার দুপুরে অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের আরএমও আইয়ুব হোসেন বলেন, ‘গত সপ্তাহে আমরা মেডিক্যাল বোর্ডে সিদ্ধান্ত নিয়েছিলাম, শনিবার তাকে ছাড়পত্র দেয়া হবে। যেহেতু তিনি সম্পূর্ণ সুস্থ, তারপরও তাকে মাসখানেক রেস্টে থাকতে হবে।’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের মঞ্চ দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় করে তোলে নাটোরের আবু হেনা রনিকে।