চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় শিকল বাঁধা বাংলাদেশি উদ্ধার

প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২ ৫:৩৩ : অপরাহ্ণ

মালয়েশিয়ায় অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই।

একইদিনে ওই ভবনটির কাছের একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেন। সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই বলেন, মালয়েশিয়ার সেরি কেম্বানগানের পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমরা ওই বাংলাদেশিকে উদ্ধার করি।

অপহরণকারীরা অপহৃতের মোবাইল ব্যবহার করে বাংলাদেশে পরিবারকে ফোন দেয়। ১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়া হলে মেরে ফেলার হুমকিও দেয় তারা।

এরপর ভিকটিমের পরিবারের পক্ষে থানায় পুলিশ রিপোর্ট দায়ের করলে সঙ্গে সঙ্গেই বাংলাদেশিকে উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা শুরু করেন।

এ ঘটনায় গত সোমবার অপহরণচক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশি ও স্থানীয় তিন জন নাগরিকসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়নি।

Print Friendly and PDF