চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো দুপুরে ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২ ১০:৫৯ : পূর্বাহ্ণ

 

প্রথমবারের মতো আজ ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। তাকে বহনকারী একটি ভিআইপি ফ্লাইট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি চৌকস দল।

এরপর সেখান থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে হাসানাল বলকিয়াহকে। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। রোপন করবেন গাছের চারা। সই করবেন পরিদর্শন বইতে।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্রুনাইয়ের সুলতানের। সই হওয়ার সম্ভাবনা আছে ৫টি চুক্তি ও সমঝোতা।

Print Friendly and PDF