চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বকেয়া বিল শূন্যের কোটায় নামিয়ে আনার ঘোষণা জ্বালানি প্রতিমন্ত্রীর

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২২ ১২:২৭ : অপরাহ্ণ

গ্যাসের অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যর কোটায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘তিতাস গ্যাসের বিশেষ টিম গত দুই দিন জয়দেবপুর, গাজীপুর, আশুলিয়া, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে অবৈধ সংযোগ ও বকেয়া বিল শূন্যের কোটায় নামিয়ে আনা।

সেইসঙ্গে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সেবা নিশ্চিত করা। ‘

বুধবার তিতাস গ্যাসের চলমান অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া বিল আদায়সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ এবং তিতাস গ্যাসের সকল জিএম, ডিজিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF