চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৪ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২২ ৩:৪৮ : অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,গতকাল বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের (৪৮) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.এমরান হোসেন (৪২) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন ভূঁইয়া (৪৫) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য মিজানুর রহমান (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, আসামিদের ভাংচুর-অবরোধ বিস্ফােরক মামলা ও জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly and PDF