চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২২ ১১:৩৭ : পূর্বাহ্ণ

গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সিএমপি সেন্টার ও স্কুল সভার সেনানিবাস সদর দফতর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ইস্ট বেঙ্গল, ৪০ ইস্ট বেঙ্গল, ৯ বীর এবং ১১ বীর মেকানাইজড-এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, আধুনিক সমরাস্ত্র ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে বাংলাদেশ। তবে আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই।

সারাবিশ্বে দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যাতে খাদ্য ঘাটতিতে না পড়ি সেজন্য নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করবো। নেতৃত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এমনভাবে দেশকে গড়ে তুলবো, যাতে বিশ্বে কেউ বাংলাদেশকে হেয় করতে না পারে। এছাড়া দুর্যোগ থেকে বাংলাদেশ যেন হেফাজতে থাকে সেই কামনা করেন।

একই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দেশমাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের নিয়োজিত রাখবে।

Print Friendly and PDF