চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেল নারীর

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২ ৩:৫৭ : অপরাহ্ণ

মেহেরপুরের গাংনীতে অটোভ্যানের চাকার সঙ্গে ওড়না জড়িয়ে নাজমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তেঁতুলবাড়ীয়া-কাজীপুর সড়কের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়া এলাকার আসমত আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সকালে তার নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে কাজীপুরের দিকে যাচ্ছিলেন নাজমা। পথে সাহেবনগর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে ফাঁস লেগে সিটকে পড়ে ঝুলতে থাকেন। এ সময় ভ্যানের গতিরোধ করে গলা থেকে ওড়নাটি খুলে স্থানীয় বামন্দীর একটি ক্লিনিকে নিলে নাজমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Print Friendly and PDF