চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সিজেন না পেয়ে বাসের মধ্যেই ছটফট করতে করতে ৫ বছরের শিশুর মৃত্যু!

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২ ৩:১৮ : অপরাহ্ণ

অক্সিজেন না পেয়ে বাসের মধ্যেই ছটফট করতে করতে ৫ বছরের শিশুর মৃত্যু!

সৌদি আরবের কাতিফ অঞ্চলে স্কুল বাসের মধ্যে পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মূলত বাস চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে।

খালিজ টাইমসের খবরে বলা হয়, ওই বাসের চালক মূলত বাসটির মধ্যে কোনো শিশু ঘুমিয়ে আসে কিনা তা দেখতে ভুলে যান। পরবর্তীতে দরজা লাগিয়ে দিলে ঘুমন্ত ওই শিশুটির মৃত্যু হয়।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, বাসের দরজা আটকে দেওয়ার পর বাসটির মধ্যে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এতে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা ওই শিশুটি অক্সিজের অভাবে ছটফট করে মারা যায়। রোববার এ ঘটনা ঘটে। এদিন সৌদি আরবের কাতিফ অঞ্চলে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছিল।

একজন মুখপাত্রের বরাত দিয়ে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এছাড়া একটি কমিটি গঠন করা হয়েছে। যারা ওই স্কুল পরিদর্শন করেছে। মূলত কোন অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে তার তদন্ত করা হচ্ছে।

শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ।

সৌদির পশ্চিমাঞ্চলীয় এলাকার শিক্ষা বিভাগের মুখপাত্র সাঈদ আল বাহেস বলেন, চালকের ভুলেই এ ঘটনা ঘটেছে। কারণ তিনি বাসটির ভেতরে খোঁজ না করেই বাইরে থেকে ধারণা করেছেন যে ভেতরে কেউ নেই। এরপরই তিনি বাসটির দরজা বন্ধ করেন।

Print Friendly and PDF