চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ান নিয়ে মন্তব্যে বেইজিংয়ের প্রশংসায় ভাসছেন ইলন মাস্ক

প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২ ১:০২ : অপরাহ্ণ

Musk

টেসলার প্রধান ইলন মাস্ক বলেছেন, তাইওয়ান চীনের বিশেষ প্রশাসনিক জোন হওয়া উচিত। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে বিশ্বের শীর্ষ ধনী মাস্ক এ কথা বলেন। খবর বিবিসি

সাক্ষাৎকারে তিনি বলেন, এক্ষেত্রে দুই দেশের সরকার একটা যুক্তসঙ্গত অবস্থানে পৌঁছতে পারে।

এ কথার পর পরই ইলন মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তবে তাইওয়ান এ কথার প্রতিবাদ জানিয়ে বলছে, ‘স্বাধীনতা বিক্রির জন্য নয়।’

দীর্ঘদিন ধরেই তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও চীন একে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে।

এদিকে ইলন মাস্ক এই মন্তব্য এমন এক সময় করলেন যখন চীনে তার উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার ইলন মাস্কের এ সাক্ষাতকার প্রকাশ করে।

সাক্ষাতকারে ইলন মাস্ক বলেন, আমি প্রত্যাশা করি তাইওয়ানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রয়োজন। যেটি তাইওয়ানকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে। কিন্তু এ প্রক্রিয়া চীন ও তাইওয়ানের জন্য ভালো হবে না।

তিনি আরও বলেন, হংকং যে নীতি অনুসরণ করছে তাইওয়ানও সে নীতি অনুসরণ করতে পারে।

এদিকে ইলন মাস্কের এমন প্রস্তাবে খুশি যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত। তিনি এক টুইট বার্তায় বলেন, ‘এক দেশ দুই নীতি’র মডেল হংকংয়ে রয়েছে। তাইওয়ানের ক্ষেত্রেও এটি শান্তিপূর্ণ সমাধান আনতে পারে।

Print Friendly and PDF