প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২ ২:৫৯ : অপরাহ্ণ
ডিসেম্বরে খালেদা জিয়ার অধীনে দেশ চলবে; বিএনপি নেতাদের এমন বক্তব্য দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে, ১০-ই ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আমানের জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা!
অ্যাডভোকেট সুলতান কামালকে নিয়ে রুহুল কবির রিজভীর মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তাকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য শিষ্টাচার বহির্ভূত।