চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২ ১২:২৮ : অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যোগ্য নেতৃত্বই পারে একটি দলকে সুসংগঠিত করতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মনে রাখতে হবে সব ক্ষেত্রেই সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে। একজন যোগ্য নেতার দ্বারাই দল এমন ভাবে এগিয়ে যায়।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের চেয়েও দেশের মাথাপিছু আয় ও গড় আয়ু বেশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। চন্দ্র ও সূর্যকে যেমন ঢেকে রাখা যায় না, তেমনি দেশের উন্নয়নও ঢেকে রাখা যায় না। বিএনপি জামায়েত জোট উন্নয়নে বিশ্বাস করে না। তারা সন্ত্রাস অগ্নি সংযোগ ও ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে। এর জন্য তারা সারাদেশে নাশকতা করছে। আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের শত্রু বিএনপি-জামায়েত। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।

এ সময় বেতিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদবে সাহা,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।

Print Friendly and PDF